চীনের নতুন বিশ্ব ঐতিহ্য: খ্য খ্য শিল
  2017-07-12 16:19:21  cri

সম্প্রতি পোল্যান্ডে অনুষ্ঠিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির সম্মেলনে চীনের ছিংহাই প্রদেশের খ্য খ্য শিল (Hoh Xil) অঞ্চলকে বিশ্বের প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। ছিংহাই-তিব্বত মালভূমিতে অবস্থিত খ্য খ্য শিলের জলবায়ু বৈশিষ্ট্যময়। এটি চীনের বৃহত্তম, সর্বোচ্চ ও সবচেয়ে বেশি বন্যপ্রাণীর প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল। স্থানীয় ভাষায় খ্য খ্য শিল অর্থ 'সুন্দরী মেয়ে'। আজকের টপিক অনুষ্ঠানে আমরা এটি নিয়েই আলোচনা করবো। (ওয়াং হাইমান/তৌহিদ)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040