দ্রুতগতির রেলপথের তিনটি বৈশিষ্ট্য ---সুবিধাজনক, দ্রুত ও নিরাপদ
  2017-07-11 19:44:01  cri

২০০৮ সালের আগে উ ছিং থিয়ানচিনের এক ক্ষুদ্র অঞ্চল ছিল। দ্রুতগতির রেলপথ চালু হওয়ার পর উ ছিং রেলস্টেশনে প্রতি বছর যাতায়াতের যাত্রীর পরিমাণ ৯ লাখ থেকে বেড়ে ২০১৬ সালে ৪০ লাখে দাঁড়ায়। লোকজন যাতায়াত করাতে সেখানে ব্যবসা বাণিজ্য আর রিয়্যাল এস্টেট দ্রুত বিকশিত হয়েছে। মিঃ চেন এ পরিবর্তন দেখেছেন।

উ ছিং বেইজিং, থিয়ানচিন আর হ্যপেই এ তিনটি স্থানের সংযোগ স্থানে অবস্থিত। ফলে তাকে 'বেইজিং আর থিয়ানচিনের পাখা' বলা হয়। দ্রুতগতির রেলপথ কেবল উ ছিংয়ের উন্নয়ন করেছে তা নয়, বরং বেইজিং, থিয়ানচিন আর হ্যপেই এ তিনটি অঞ্চলের সমন্বয় উন্নয়নের ভালো ভিত্তি স্থাপন করেছে। এ অঞ্চলের অর্থনীতি উন্নয়নের বিরাট সুযোগ সৃষ্টি করেছে।

দ্রুতগতির রেলপথ উন্নয়নের সাথে সাথে পর্যটন শিল্পও উপকৃত হয়েছে। ২০০৮ সালে দ্রুতগতির রেলপথ চালু হওয়ার পর পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছানো যায় এমন ভ্রমণের গন্তব্যস্থান বেড়েছে। রেলগাড়ি করে ভ্রমণ করা পর্যটকদের প্রিয় যাতায়াতের পদ্ধতি হয়েছে।

বেইজিংয়ের দক্ষিণ রেলস্টেশনের হলের এক কোণায় মাদাম ইয়াং তার তিন বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিলেন। তিনি বার্ষিক ছুটিতে দুই সন্তান, স্বামী আর বাবা-মার সঙ্গে শানতোং প্রদেশের থাই আনে ভ্রমণ করতে যাবেন। তিনি বলেন, "ছোট বাচ্চার জন্য রেলগাড়ি করে বাইরে যাওয়া অনেক সুবিধাজনক। সম্প্রতি প্রায়শই বজ্রবৃষ্টি হয়। বিমান অনেক দেরি হয়। ফলে আমরা দ্রুতগতির রেলগাড়ি বেছে নিয়েছি। বেইজিং থেকে থাই আন যেতে মাত্র তিন ঘন্টা সময় লাগে। দুই তিন বছর বয়সী বাচ্চার জন্য ভালো। কারণ যাওয়ার পথে বেশি ক্ষণ সময় লাগলে বাচ্চারা দুষ্টুমি করে।"

মাদাম ইয়াংয়ের মতো চীনে অনেক পরিবার ছুটির দিনে দ্রুতগতির রেলগাড়ি করে বাইরে ভ্রমণ করতে যায়। পরিসংখ্যান অনুযায়ী, শাংহাইয়ের রেলগাড়ি ব্যুরো ২০১৬ সালের জাতীয় দিবস ছুটির প্রথম দিনে ২৮ লাখ যাত্রী যাতায়াত করেছেন। এটি রেলগাড়ির পরিসংখ্যানে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

দ্রুতগতির রেলগাড়ি যুগের আগমন সংশ্লিষ্ট অঞ্চলের পর্যটন শিল্প উন্নয়নের সুযোগ বয়ে এনেছে। কিছু নতুন দর্শনীয় স্থানও দ্রুতগতির রেলপথ চালু হওয়ার কারণে প্রচারের সুযোগ পেয়েছে।

চীনাদের চোখে দ্রুতগতির রেলগাড়ি মানে সুবিধাজনক, কার্যকর আর নিরাপদ। এখন চীনে দ্রুতগতির রেলপথ নেটওয়ার্ক দ্রুত প্রতিষ্ঠিত হচ্ছে। ২০১৬ সালে দ্রুতগতির রেলগাড়িতে ১৪৪ কোটি যাত্রী যাতায়াত করেছে। চীনের দ্রুতগতির রেলপথের দৈর্ঘ্য ২২ হাজার কিলোমিটার ছাড়িয়েছে। এ পরিমাণ বিশ্বের অন্যান্য দেশের সব দ্রুতগতির রেলপথের দৈঘ্যের বেশি। পরিকল্পনা অনুযায়ী, ২০২০ সাল নাগাদ দ্রুতগতির রেলপথ চীনের ৯০ শতাংশ জনসংখ্যার আওতায় আনা হবে। ভবিষ্যতে চীনাদের যাতায়াত আরো দ্রুত ও সুবিধাজনক হবে। (ইয়ু/মনসীন)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040