ভারতে বজ্রপাত ও ভূমিধসে অন্তত ৪৫ জনের প্রাণহানি
  2017-07-11 15:04:48  cri
জুলাই ১১: ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাত ও ভূমিধসে গতকাল (সোমবার) পর্যন্ত অন্তত ৪৫ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সরকারি হিসেব অনুসারে, প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ৫ লক্ষাধিক ব্যক্তি কমবেশি ক্ষতিগ্রস্তও হয়েছেন।

উত্তর ভারতের বিহার ও উত্তরপ্রদেশে বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। এর মধ্যে শুধু বিহারেই ২৪ ঘন্টায় বজ্রপাতে প্রাণ হারান ১৬ জন; গুরুতর আহত হন দু'জন। প্রবল বৃষ্টিপাতের কারণে বিহারে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর উত্তর-পূর্বাঞ্চলের আসাম রাজ্যে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভুমিধসে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সরকারের তথ্যানুসারে, প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পানিতে এ রাজ্যের ১০৯৬টি গ্রাম ডুবে গেছে এবং ৫ লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হয়েছে। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040