দক্ষিণ চীন থেকে উত্তর চীনে পানি আনায় ১০ কোটি লোক উপকৃত!
  2017-07-07 15:31:21  cri

হোনান প্রদেশের চিয়াও জো শহরে দক্ষিণ চীনের পানি পৌঁছেছে।

২০১৩ ও ২০১৪ সালে দক্ষিণ চীন থেকে উত্তর চীনে পানি আনা প্রকল্পের পূর্ব লাইন ও মধ্য লাইনের প্রথম দফা কাজ সুষ্ঠুভাবে শেষ হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে মোট ১০০০ কোটি ঘনমিটার পানি স্থানান্তরিত হয়েছে। যেন দক্ষিণ চীন থেকে ৭০০টি পশ্চিম হ্রদ উত্তর চীনে আনা হয়েছে! এ প্রকল্প থেকে সরাসরি উপকৃত হয়েছে ১০ কোটিরও বেশি মানুষ!

দক্ষিণ চীনের পানি বেইজিংয়ের মিইয়ুন জলাধারে পৌঁছেছে।

উত্তর চীনে পানির অভাব প্রকট। এ সমস্যা সমাধানে চীন সরকার বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও ব্যাপক আকারের পানি স্থানান্তর প্রকল্প শুরু করে।

দক্ষিণ চীনের পানি বেইজিংয়ের তুয়ানচেং হ্রদে এসেছে।

এ প্রকল্পের পূর্ব লাইন ও মধ্য লাইনের প্রথম দফা কাজ শেষ হওয়ার দু'বছরে বেইজিং, থিয়ানচিন, হ্যপেই, হ্যনান, শানতোং ও চিয়াংসুসহ ৩৫টি শহরে পানি পৌঁছায়। এ অঞ্চলগুলোর পানি সরবরাহের কাঠামো পরিবর্তিত হয়েছে এবং পানির গুণগত মানও উন্নত হয়েছে।

দক্ষিণ চীনের পানি হোপেই প্রদেশে আনা হয়েছে।

দক্ষিণ চীনের পানি প্রধানত উত্তর চীনের গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক অঞ্চল, জ্বালানি কেন্দ্র ও শস্য উত্পাদন অঞ্চলে ব্যবহৃত হচ্ছে।

হুপেই প্রদেশের ছিয়ান চিয়াং শহরের হান চিয়াং গ্রামে আঙুর চাষ হচ্ছে।

পানি আনার মাধ্যমে এ অঞ্চলগুলোর পানির সমস্যা সমাধানের পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প বিকশিত হয়েছে।

(ইয়ু/তৌহিদ/উর্মি)

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040