বাংলাদেশে ঘূর্ণিঝড় মোরা'য় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ইউরো দেবে ইউরোপীয় কমিশন
  2017-07-06 19:10:41  cri
বাংলাদেশে গত মে মাসে ঘূর্ণঝড় মোরা'র আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ১০ লাখ ইউরো দেবে ইউরোপীয় কমিশন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন এ কথা জানায়। বাংলাদেশের প্রতিবেশি মিয়ানমারকে এ জন্য ৫ লাখ ইউরো দেবে কমিশন। সংস্থাটির মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ান্ডিস বলেন, ঘূর্ণিঝড়ে বাংলাদেশ ও মিয়ানমারে প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে- যাদের মানবিক সহায়তা খুব জরুরি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040