পল্লী পর্যটনের সাহায্যে হোংদু গ্রামের কৃষকদের দারিদ্র বিমোচন
  2017-07-05 17:26:29  cri

হোংদু গ্রাম চীনের কুইচৌ প্রদেশের জুই শহরের ইয়ুছিং জেলার দাউচিয়াং থানায় অবস্থিত। এখানকার প্রাকৃতিক পরিবেশ সুন্দর এবং আবহাওয়া আরামদায়ক। ১৯৩৫ সালের জানুয়ারী মাসে চীনের লাল ফৌজ এখানকার খেয়ার সাহায্যে সর্বপ্রথম উচিয়াং নদী অতিক্রম করে। এরপর এ গ্রামের নাম পরিবর্তিত হয়ে হোংদু হয়েছে।

হোংদু গ্রামে ১৩৩ হেক্টর সিড়ির ধাপের মতো থাককাটা ফসলের ক্ষেত আছে। এ সব ক্ষেত সমুদ্রপৃষ্ঠর ৩০০ থেকে ৯০০ মিটার উচু পাহাড়ে ছড়িয়ে আছে। দেখতে অসাধারণ সুন্দর!

২০১৪ সালে বেইজিংয়ের শেংফাং কোম্পানি 'কৃষক পরিবারে ভ্রমণ' শীর্ষক পল্লী পর্যটন ব্র্যান্ডের নামে এ গ্রামের বহু কৃষক পরিবারের বাড়িঘর ভাড়া নিয়ে নেয়। গ্রামটিকে তাঁর স্থানীয় পল্লী ভ্রমণ কেন্দ্রে রূপান্তর করে।

কৃষকরা ভাড়া পাওয়ার পাশাপাশি বার্ষিক মুনাফার অংশও পান। তাছাড়া,বাইরে গিয়ে তাঁরা শ্রমিক হিসেবে উপার্জন করেন। এভাবে হোংদু অতীতের দরিদ্র গ্রাম থেকে বর্তমানের সচ্ছল গ্রামে পরিণত হয়েছে। কৃষকদের বার্ষিক মাথাপিছু আয় ৩ হাজার ইউয়ান থেকে বেড়ে ৮ হাজার ৮০০ ইউয়ানে পৌঁছেছে।

(ইয়ু/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040