প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া ও জার্মানি সফর
  2017-07-04 17:10:56  cri


চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) রাশিয়া সফর শুরু করেছেন। এরপর তিনি জার্মানি সফর করবেন এবং দেশটির হামবুর্গে জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনে অংশ নেবেন।

প্রেসিডেন্ট সি'র এবারের রাশিয়া সফরের মাধ্যমে দু'দেশ আর্থ-বাণিজ্যিক, জ্বালানিসম্পদ ও অর্থবিনিয়োগের চুক্তি স্বাক্ষর করবে। দু'দিনব্যাপী রাশিয়া সফরে সি চিন পিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। দু'নেতা যৌথভাবে সাংবাদিক সম্মেলন আয়োজন করবেন এবং একসঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দু'নেতা যৌথ ঘোষণা প্রকাশ করবেন এবং 'চীন-রাশিয়া সুপ্রতিবেশী বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি'-এর ২০১৭-২০২০ সাল পরিকল্পনায় স্বাক্ষর করবেন।

এরপর সি চিন পিং চীনা প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বারের মত জার্মানি সফর করবেন। সি চিন পিং জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইয়ার কর্তৃক আয়োজিত স্বাগত অনুষ্ঠানে উপস্থিত হবেন ও চ্যান্সেলার অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে সাক্ষাত্ করবেন এবং বার্লিন চিড়িয়াখানায় 'পান্ডা জাদুঘর'-র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দু'দেশের নেতারা দু'দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার, বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা উন্নয়ন, জি-টোয়েন্টি কাঠামোয় দু'দেশের সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, এ বছর হল চীন-জার্মানি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী। সি চিন পিংয়ের এবার জার্মানি সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারিত হবে এবং চীন-ইউরোপ শান্তি, উন্নয়ন, সংস্কার ও সংস্কৃতির উন্নয়ন ত্বরান্বিত হবে।

জি-টোয়েন্টি'র দ্বাদশ শীর্ষসম্মেলন ৭ থেকে ৮ জুলাই জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হবে। চীনা প্রেসিডেন্ট সি এবারের শীর্ষসম্মেলনের যে-কোনো পর্যায়ের সম্মেলনে উপস্থিত থাকবেন। তিনি বিভিন্ন সদস্য দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। সম্মেলনে সদস্য দেশের নেতারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা, বাণিজ্য, ব্যাংকিং, ডিজিটাল অর্থনীতি, জ্বালানিসম্পদ, উন্নয়ন, আফ্রিকা, স্বাস্থ্য, শরণার্থী ও সন্ত্রাস দমনের বিষয় নিয়ে আলোচনা করবেন।

চীন-রাশিয়া সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। দু'দেশের সম্পর্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সুষ্ঠু সম্পর্ক। দু'দেশের বিভিন্ন কাঠামোয় সহযোগিতা অব্যাহতভাবে উন্নীত হচ্ছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে দু'দেশ বাস্তব ব্যবস্থা নিয়ে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষায় কাজ করছে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040