যেভাবে হংকং পুনরায় চীনের মূল ভূখণ্ডের অধীনে ফিরে এসেছে
  2017-07-03 15:43:49  cri


বন্ধুরা, ১ জুলাই পালিত হয়েছে হংকংয়ের পুনরায় চীনের মূল ভূখণ্ডের অধীনে ফিরে আসার ২০তম বার্ষিকী। এদিন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং হংকংয়ে এ উদযাপনী অনুষ্ঠান ও অঞ্চলটির নতুন প্রশাসকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নতুন প্রশাসক ক্যারি লাম চেং ইউয়েত-নগার শপথগ্রহণ করেন।

১৮৪০ থেকে ১৮৪২ সাল পর্যন্ত চীন-ব্রিটেন প্রথম আফিম যুদ্ধের সময় চীনের ছিং রাজবংশের সরকার ব্যর্থ হয়ে ব্রিটেনের সঙ্গে 'নানচিং চুক্তি' স্বাক্ষর করে হংকং ও আবার্দীন দ্বীপ ব্রিটেনকে সমর্পণ করে। ১৮৬০ সালে দ্বিতীয় আফিম যুদ্ধে ছিং রাজবংশের সরকার আবার ব্যর্থ হয়ে ব্রিটেনের সঙ্গে 'বেইজিং চুক্তি' স্বাক্ষর করে কোউলুন উপদ্বীপ ব্রিটেনকে সমর্পণ করে।

১৮৯৮ সালে ছিং সরকার ব্রিটেনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে আরো ৯৭৫.১ বর্গ কিলোমিটারের ২৩০টি দ্বীপ ব্রিটেনকে ভাড়া দেয়। মেয়াদ ছিল ৯৯ বছর। মানে ১৮৯৮ সালের ১ জুলাই থেকে ১৯৯৭ সালের ৩০ জুন পর্যন্ত। ১৯৮২ সাল থেকে চীন সরকার ব্রিটেনের সঙ্গে হংকংয়ের সমস্যা নিয়ে আলোচনা শুরু করে। দুই বছরে ২২ দফা আলোচনার মাধ্যমে দু'দেশ ১৯৮৪ সালে 'চীন-ব্রিটেন যৌথ বিবৃতি' স্বাক্ষর করে ব্রিটেন ১৯৯৭ সালে হংকংসহ বিভিন্ন জায়গা চীনকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন চীনের নেতা দেং সিয়াও পিং 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা'-র ধারণা চালু করেন। 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা'-র অর্থ হল চীনের মূলভূভাগে সমাজতান্ত্রিক ব্যবস্থা বাজয় রাখা, কিন্তু হংকং, ম্যাকাও ও তাইওয়ানে আগের পুঁজিবাদী ব্যবস্থা বজায় রাখা। এটি হল চীনের পুনর্মিলন বাস্তবায়নের মৌলিক জাতীয় নীতি। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040