পঞ্চম চীন-দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়া থিংক-ট্যাংক ফোরামে বাংলাদেশের বিশেষজ্ঞ জনাব মুনিরুজ্জামান
  2017-07-01 16:02:39  cri


সুপ্রি শ্রোতা, পঞ্চম চীন-দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়া থিংক-ট্যাংক ফোরাম সম্প্রতি চীনের ইয়ুন নান প্রদেশের খুন মিং শহরে অনুষ্ঠিত হয়। দু'দিনব্যাপী ফোরামে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন থিংক-ট্যাংক সংস্থা এবং চীনের বিভিন্ন গবেষণাকেন্দ্রের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ ৩০০ জনেরও বেশি লোক অংশগ্রহণ করেন। এবারের ফোরামের প্রতিবাদ্য হচ্ছে 'এক অঞ্চল এক পথ পরিপ্রেক্ষিতে চীন ও দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাস্তব সহযোগিতা জোরদার করা'। ফোরামে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস এণ্ড সিকিউরিটি স্টাডিজ-এর প্রেসিডেন্ট মেজর জেনারেল মুনিরুজ্জামান এ ফোরামে অংশগ্রহণ করেন। আজকের খোলামেলা অনুষ্ঠানে শুনুন তার দেওয়া এক সাক্ষাত্কার। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা সকল শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি।

জনাব মুনিরুজ্জামনের সংক্ষিপ্ত পরিচয়:

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এন এম মুনিরুজ্জামান সুদীর্ঘ ৩৮ বছর বর্নাঢ্য সামরিক জীবন শেষে ২০০৭ সালে অবসর গ্রহন করেন। চাকুরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক নিযুক্তি ছাড়াও বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিবের দায়িত্ব পালন করেন । এছাড়া ও তিনি পররাষ্ট মন্ত্রণালয় অধিনস্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রধান নির্বাহী দায়িত্ব পালন করেন । ২০০৭ থেকে তিনি বেসরকারি নিরাপত্তা চিন্তাশালা বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস এ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বি আই পি এস এস) এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন। এছাড়া তিনি গ্লোবাল মিলিটারি এডভাইসরি কাউন্সিল অন ক্লাইমেট চেঞ্জ এর চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত আছেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040