হংকংয়ের পুনরায় চীনের মূল ভূখণ্ডের অধীনে ফিরে আসার ২০তম বার্ষিকী
  2017-06-28 18:11:46  cri


সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুরু করতে যাচ্ছি 'আজকের টপিক'। সঙ্গে রয়েছি আমি রুবি এবং আলিমুল হক।

সুপ্রিয় শ্রোতা, আগামী পয়লা জুলাই পালিত হবে হংকংয়ের পুনরায় চীনের মূল ভূখণ্ডের অধীনে ফিরে আসার ২০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে আমরা হংকংকে অভিনন্দন জানাই। আজ আমরা গত ২০ বছরে হংকংয়ের অগ্রগতি নিয়ে আলোচনা করবো।

রুবি: ১৯৯৭ সালের পয়লা জুলাইয়ের কথা এখনও আমার মনে আছে। তখন আমি সিনিয়র স্কুলের ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। পয়লা জুলাই সামার ভেকেশনের মধ্যে পড়ে। এ দিনই হংকং চীনের অধীনে ফিরে আসবে বলে অনেক দিন ধরেই শুনছিলাম। সেজন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষাও করছিলাম। পয়লা জুলাই এলো। আমি দিনের বেলা ঘুমালাম। উদ্দেশ্য: রাত জেগে হংকংয়ের ফিরে আসার খবরাখবর ফলো করবো।

আলিম: সত্যি চমত্কার। আপনার জানা হংকংয়ের ইতিহাস সম্পর্কে কিছু বলুন?

রুবি: সবাই জানেন যে, হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল।এ অঞ্চলের বিশেষ দিক কী?

আলিম: হ্যা, শ্রোতাবন্ধুদের স্পষ্টই জানাতে চাই যে, কেন হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে নির্ধারিত হয়। কারণ 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা' হংকংয়ে প্রচলিত।

রুবি: চীনের অধীনে ফিরে আসার পর গত ২০ বছরে হংকংয়ে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। গত ২০১৪ সালের জুন মাসে চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রকাশিত "'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা': হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের অনুশীলন" শীর্ষক শ্বেতপত্রে বলা হয়েছে: চীনের অধীনে ফিরে আসার পর হংকং অধিবাসীরা আইন অনুযায়ী মৌলিক অধিকার ও স্বাধীনতা উপভোগের পাশাপাশি হংকংয়ের মূলনীতি প্রয়োগের নিশ্চয়তাও পেয়েছে। এ অঞ্চলের অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন, আন্তর্জাতিক ব্যাংকিং, বাণিজ্য ও নৌ চলাচলের কেন্দ্রীয় অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, বরং উন্নত হয়েছে। পাশাপাশি ঐতিহ্যবাহী শিল্পও অব্যাহতভাবে উন্নত হয়েছে।

আলিম: বিশ্ব ব্যাংকের এক পরিসংখ্যান থেকে জানা গেছে, হংকং রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের কার্যকারিতা, সামাজিক নীতির প্রয়োগ ও দূর্নীতিদমনসহ নানান সূচকে অনেক এগিয়েছে। নীতিগত মানের দিক দিয়ে ১৯৯৬ সালে বিশ্বের দেশগুলোর মধ্যে হংকংয়ের অবস্থান ছিল ৬০-এ। ২০১৫ সালে এ অবস্থান উন্নত হয়ে ১১তম স্থানে আসে। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040