'ম্যাজেস্টিক প্রিন্সেস' জাহাজ সিয়ামেনে পৌঁছেছে
  2017-06-27 18:02:21  cri

২৬ জুন ভোরে 'ম্যাজেস্টিক প্রিন্সেস' জাহাজ প্রাচীন সামুদ্রিক রেশমপথের গুরুত্বপূর্ণ বন্দর চীনের সিয়ামেনে পৌঁছেছে। জাহাজটি ২১ মে ইতালির রোম থেকে রওনা হয়ে সামুদ্রিক রেশমপথ দিয়ে দীর্ঘ ৩৭ দিনের সমুদ্রভ্রমণ শেষে প্রথম বার চীনের বন্দরে পৌঁছায়। চীনের গণ বৈদেশিক মৈত্রী অ্যাসোসিয়েশনের সংগঠিত 'সামুদ্রিক রেশমপথে চীনা গল্প বর্ণনা' শীর্ষক বিশেষ কর্মসূচি এ পর্যন্ত সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের মনে রেশমপথের চেতনা ও সংস্কৃতি বিশেষ মর্যাদা পেয়েছে।

এ কর্মসূচির আয়োজক সংস্থার প্রতিনিধি, জাহাজের প্রধান দায়িত্বশীল কর্মকর্তা, চীনের হস্তলিপিশিল্প ও চিত্রকলা মহল ও তথ্যমাধ্যমের প্রতিনিধিগণ ২৫ জুন বিকেলে 'ম্যাজেস্টিক প্রিন্সেস' জাহাজে সম্মিলিত হয়ে পর্যটকদের সঙ্গে এবারের স্মরণীয় সংস্কৃতি ও মৈত্রীযাত্রা স্মরণ করেন।

চীনের জাতীয় মৈত্রী অ্যাসোসিয়েশনের কূটনৈতিক কৌশল গবেষণা কেন্দ্রের পরিচালক লি সিন ইয়ু বলেন, 'বিগত ৩৭ দিনে আমরা চীনা গল্প বলার কর্তব্য সাধন করেছি। পাঁচটি বিভিন্ন ধরনের দল সংগীত, নৃত্য, রেশমপথের গল্প, চা সংস্কৃতি ও ছয়টি ভিন্ন বিষয়ের বক্তৃতার মাধ্যমে ৭০০০ পর্যটক চীন সম্পর্কে পূর্ণাঙ্গ নতুন ধারণা পেয়েছেন। অনেকে বলেন, এ ধরনের অনুষ্ঠান তারা এর আগে কোনো ভ্রমণ জাহাজে দেখেন নি, যা তাদেরকে মুগ্ধ করেছে।

'ম্যাজেস্টিক প্রিন্সেস' জাহাজের সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক দায়িত্বশীল ব্যক্তি ক্যাথলিন রানদোল্ফ বলেন, এ বার সমুদ্রভ্রমণের আগে চীনা সংস্কৃতির ওপর তার তেমন ধারণা ছিল না। এমনকি 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। কিন্তু এবার চীনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বক্তৃতা আয়োজনের প্রক্রিয়ায় তিনি অনেক নতুন জ্ঞান অর্জন করেছেন।

জাহাজে অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত সমন্বয়কারীদের একজন সদস্য অ্যালেন স্টেইন আশা করেন, পর্যটকরা তাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের সঙ্গে জাহাজে তোলা ছবি ও শোনা গল্পগুলো ভাগ করবেন। তিনি বলেন, "জাহাজে আমাদের চীনের সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি অনুভব করার সুযোগ দেওয়ার জন্য উদ্যোক্তা পক্ষকে কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি, জাহাজ ত্যাগ করার পর পর্যটকরা অব্যাহতভাবে চীনের সংস্কৃতিকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। জাহাজে আমরা যে সাংস্কৃতিক অনুভূতি পেয়েছি, তা বীজের মতো ছড়িয়ে যাবে এবং বড় হবে।"

লি সিন ইয়ু সংবাদদাতাকে বলেন, এবারের সমুদ্রভ্রমণ জাহাজ এক তথ্য সম্প্রচার কেন্দ্রের মতো, এখানে সাংস্কৃতিক বিনিময় হয়, গণ যোগাযোগের গল্প বলা হয়। গণ যোগাযোগ হচ্ছে 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের বিভিন্ন সভ্যতার পরস্পরের কাছ থেকে শিক্ষাগ্রহণ করার ভিত্তি এবং এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মিলনসূত্র।

লি সিন ইয়ু বলেন, চীনের জাতীয় মৈত্রী অ্যাসোসিয়েশন আরো বেশি তাত্পর্যসম্পূর্ণ সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের আয়োজন করবে, মন দিয়ে, আবেগ দিয়ে বিশ্ব জনগণের প্রতি চীনা গল্প বর্ণনা করবে।

উল্লেখ্য, 'ম্যাজেস্টিক প্রিন্সেস' জাহাজ ইতালির রোম থেকে রওনা হওয়ার পর পর পর গ্রিস, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও চীনসহ সামুদ্রিক রেশমপথের ১২টি দেশ অতিক্রম করেছে। কয়েক হাজার বিদেশি পর্যটক বৈশিষ্ট্যপূর্ণ চীনা সংস্কৃতি অনুভব করার সুযোগ পেয়েছে। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040