চীনের পলিয়েস্টার সুতার এন্টি-ডাম্পিংবিষয়ক তদন্ত চালিয়েছে ভারত
  2017-06-27 14:38:44  cri
জুন ২৭: চীনের তৈরি পলিয়েস্টার সুতার এন্টি-ডাম্পিংবিষয়ক তদন্ত চালিয়েছে ভারতের এন্টি-ডাম্পিং ও যৌথ শুল্ক ব্যুরো। ভারতের সংবাদমাধ্যম গতকাল (সোমবার) এ খবর জানিয়েছে।

খবর অনুযায়ী, স্থানীয় অঞ্চলের কোম্পানির অনুরোধে চীন থেকে আমদানি করা পলিয়েস্টার সুতার এন্টি-ডাম্পিংবিষয়ক তদন্ত চালায় ভারত। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এ বিষয়ে তদন্ত চালায় দেশটি।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি অব্যাহতভাবে বেড়েছে। ভারতের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৫-২০১৬ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিমাণ ৭০৭০ কোটি মার্কিন ডলার এবং এ সময় দু'দেশের বাণিজ্য ঘাটতি ৫২৬০ কোটি মার্কিন ডলার। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040