ভারতীয় সীমান্ত বাহিনীর চীন-ভারত সীমান্ত লঙ্ঘনের ঘটনায় বেইজিংয়ের প্রতিক্রিয়া
  2017-06-27 14:03:11  cri
জুন ২৭: সম্প্রতি ভারতীয় সীমান্ত বাহিনী চীন-ভারত সীমান্তের সিকিম অঞ্চলে অনুপ্রবেশ করেছে। চীন ভারতকে সেখান থেকে এখনই তাদের বাহিনী সরিয়ে নেয়া এবং ঘটনাটি তদন্তের দাবি জানায়।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়ান গতকাল (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ দাবীর কথা বলেন।

তিনি বলেন, ভারতীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে চীনা সীমান্ত রক্ষী বাহিনীর স্বাভাবিক কাজে বাঁধা দেয়। চীনও এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।

চীন-ভারত সীমান্তের সিকিম অঞ্চল ১৮৯০ সালে চীন-ব্রিটেন সম্মেলনে স্বাক্ষরিত তিব্বত-ভারত চুক্তির মাধ্যমে নির্ধারিত। ভারত স্বাধীন হওয়ার পর দেশটির সরকার বহুবার লিখিতভাবে চুক্তিটি স্বীকার করে নেয়।

চীন ভারতকে সীমান্ত চুক্তি মেনে চলা, চীনের অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্মান করা এবং সিকিম অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অনুরোধ জানায়।

(ছাই/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040