চীন-আফগানিস্তান-পাকিস্তান যৌথ সংবাদ বিজ্ঞপ্তি
  2017-06-26 18:41:50  cri

জুন ২৬: গত শনিবার ও রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তান ও পাকিস্তান সফর করেছেন। সফরে তিনটি দেশ আফগানিস্তান ও পাকিস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তা ছাড়া, আফগান পরিস্থিতি, পাক-আফগান সম্পর্ক এবং চীন-পাক-আফগান সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে গভীরভাবে মতবিনিময় করেছে এবং যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশ তিনটি যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার চেষ্টা করবে। আঞ্চলিক আন্তঃযোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে। অভিন্ন নিরাপত্তা ও উন্নয়ন এগিয়ে নেবে। পাশাপাশি, পাক-আফগান সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে দু'দেশ। পারস্পরিক রাজনৈতিক আস্থা ও সন্ত্রাসদমনসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করবে তারা। চীন স্থিতিশীল ও উন্নত পাক-আফগান সম্পর্ক দেখতে চায় এবং এজন্য প্রয়োজনীয় সহায়তা দিতে ইচ্ছুক। গোয়েন্দা তথ্য বিনিময় কেন্দ্র ও সংকট মোকাবিলা কেন্দ্র প্রতিষ্ঠা করবে দেশ দু'টি। চীন-পাক-আফগান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপ চালু করতে একমত হয়েছে তিন দেশ। তা ছাড়া, আফগানিস্তান-পাকিস্তান-চীন-মার্কিন সমন্বয় গ্রুপ প্রতিষ্ঠায় সম্মতি দিয়েছে তিনটি দেশ। যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাংহাই সহযোগিতা সংস্থা ও আফগান যোগাযোগ গ্রুপের কার্যক্রম শুরু করা উচিত। যাতে আফগানিস্তান পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়তা দিতে পারে সংস্থাটি।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040