ইসলামাবাদে যৌথ সাংবাদিক সম্মেলনে চীন-পাক সম্পর্ক ব্যাখ্যা করলেন ওয়াং ই
  2017-06-26 10:56:45  cri

জুন ২৬: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ গতকাল (রোববার) ইসলামাবাদে এক যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। এতে দু'দেশের সম্পর্ক নিয়ে চীনের অবস্থান তুলে ধরেন ওয়াং ই।

তিনি বলেন, প্রথমত,পরস্পরের কেন্দ্রীয় স্বার্থসম্পর্কিত বিষয়ে দু'দেশ পরস্পরকে সমর্থন করে, দৃঢ়ভাবে পরস্পরের সংগত স্বার্থকে প্রতিরক্ষা করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে।

দ্বিতীয়ত, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণ সুষ্ঠুভাবে চলছে এবং প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে। চীন পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণ এগিয়ে নিয়ে যাবে।

তৃতীয়ত, পাকিস্তান সবসময় আন্তর্জাতিক সন্ত্রাসদমনের সম্মুখ লাইনে দাঁড়িয়ে আছে এবং গত কয়েক বছরে সন্ত্রাসদমনে বড় অবদান রেখেছে। পাকিস্তানের এ সাফল্যকে আন্তর্জাতিক সমাজের স্বীকার করা উচিত্। (শিশির/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040