রোববার চাঁদ দেখা গেলে সোমবার বাংলাদেশে ঈদ
  2017-06-25 17:53:59  cri
রোববার চাঁদ দেখা গেলে সোমবার বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে জাতীয় ঈদগাহ ময়দানে জামাতের প্রস্তুতিসহ সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে রোববার থেকে শুরু হয়েছে তিন দিনের সরকারি ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছেড়ে যাচ্ছেন বহু মানুষ। এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ পালন করেছে অনেক মানুষ। বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, যশোর, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, মৌলভীবাজার, চাঁদপুর, দিনাজপুর ও কিশোরগঞ্জের ২০টি উপজেলার শতাধিক গ্রামের মানুষ আগাম ঈদ করেছেন। কাদিয়ানি, চিশতিয়াসহ বিভিন্ন তরিকার আনুসারীরা আরবী মাসের হিসাব করেন এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার পালন করে থাকেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040