পরিস্থিতি মোকাবেলায় সরকার দেশে জরুরী অবস্থা জারীর ঘোষণা দিয়েছে এবং গতকাল (রোববার) থেকে তিনদিনব্যাপী জাতীয় শোক পালন শুরু করেছে।
এবারের দাবানল ঘটেছে মধ্যাঞ্চলের পেড্রোগাও গ্রান্ডে। গত শনিবার বিকেলে দাবানল শুরু হয়ে দ্রুত গতিতে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। শুকনো গাছে বজ্রপাত থেকে এ দাবানল শুরু হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেহেস গতকাল (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে পর্তুগালের ভয়াবহ দাবানলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি পর্তুগাল সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
(স্বর্ণা/মহসিন)