মরুভূমি অতিক্রম করা বিশ্বের দীর্ঘতম দ্রুতগতির সড়ক চীনে
  2017-06-19 13:48:32  cri

মরুভূমির বালিতে চীনে প্রাচীণকালের অনেক সড়ক ঢাকা পড়ে গেছে। তবে বর্তমানে চীনের মরুভূমিতে বালির সঙ্গে লড়াই করে তৈরি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সড়ক। তা হল বেইজিং থেকে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমুচিগামী 'জিংসিন' দ্রুতগতির সড়ক। এ সড়কের দৈর্ঘ ২ হাজার ৫৪০ কিলোমিটার। নির্মাণ কাজ শেষ হলে এটি হবে মরুভূমি অতিক্রম করা বিশ্বের দীর্ঘতম দ্রুতগতির সড়ক। আর এ সড়ক চালু হলে বেইজিং থেকে সিনচিয়াং এর দুরত্ব ১৩০০ কিলোমিটার কমে যাবে।

(শুয়েই/মহসীন)

1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040