সমুদ্র অনেক সুন্দর, কিন্তু খুব গভীর
  2017-06-23 09:32:33  cri

 



মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি চীনের মেয়েদের বড় একটি গ্রুপের গান শোনাতে চাই। কেন বড় গ্রুপ বলছি, জানেন? কারণ এ মেয়ে গ্রুপে ১শ'রও বেশি সদস্য রয়েছে। গ্রুপের নাম হল এসএনএইচ-৪৮। এসএনএইচ হল শাংহাইয়ের সংক্ষিপ্ত নাম। ২০১২ সালে শাংহাই সেবা সংস্কার ও প্রচার কোম্পানি গ্রুপটি প্রতিষ্ঠা করে। গ্রুপটিতে পাঁচটি দল রয়েছে। ২০১৩ সালে গ্রুপটির প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এরপর গ্রুপটি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিবেশনা করে। আজকের অনুষ্ঠানে আমি গ্রুপটির 'তারকা স্বপ্নের আলো' নামের গান শোনাতে চাই।

টুটুল: 'তারকা স্বপ্নের আলো' গানের কথা হল, 'প্রতিটি ফুল ফুটবে। প্রতিটি জাহাজ দূরে যাবে। প্রথম স্বপ্ন কি এখনো সামনে দেখা যায়? ভবিষ্যতের পথ কি আরো কম দীর্ঘ? স্বপ্নের জন্য অন্য জায়গায় গেছি। বাবা মাকে বিদায় করেছি। কান্না করবো না, চোখের অশ্রু মুছে ফেলি। বড় হওয়ার স্বাদ কখনো ভুলে যাবো না। আমরা রঙিন স্বপ্ন নিয়ে এখানে এসেছি। অপরিচিত থেকে পরিচিত হয়, পরিচিত থেকে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। ধাপে ধাপে আমাদের হৃদয় ঘনিষ্ঠ হয়েছে। প্রতিটি হৃদয়ের ছাপ আছে। তোমার হাত সবচেয়ে সুন্দর তারকার মত অন্ধকারে আমার পথ আলোকিত করেছে'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন মেয়েদের গ্রুপ এসএনএইচ-৪৮'র 'তারকা স্বপ্নের আলো' নামের গান। এখন আমি চীনের তাইওয়ানের একটি ছেলেদের গ্রুপের পরিচয় তুলে ধরবো। গ্রুপটির নাম 'ললিপপ'। গ্রুপটির সদস্য সংখ্যা চারজন। তারা হলেন চুয়াং হাও ছুয়ান, ছিউ শেং ই, ইয়াং ছি ই, লিয়াও জুন চিয়ে, লিয়াও ই লুয়ান ও লিউ জুন ওয়েই (庄濠全(敖犬)、邱胜翊(王子)、杨奇煜(小煜)、廖俊杰(小杰)、廖亦崟(威廉)及刘俊纬(阿纬))। গ্রুপটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালে গ্রুপটি প্রথম অ্যালবাম প্রকাশ করে। গ্রুপটির সদস্যরা সংগীত ছাড়াও অনেক টিভি সিরিজে পরিবেশনা করেন। আজকের অনুষ্ঠানে আমি তাদের কণ্ঠে 'স্বপ্ন বাস' নামের গান শোনাবো।

টুটুল: 'স্বপ্ন বাস' গানের কথা এমন, 'লাগেজ বস্তাবন্দী করেছি, বের করার প্রস্তুতি নিয়েছি, আমার ভবিষ্যত্ অনুসন্ধান করতে চাই। আশা ভরপুর, হৃত্স্পন্দন দ্রুত হচ্ছে। স্টেশন অনেক, আমি কোথায় যাবো? বাসে উঠবো বা নাকি অপেক্ষা করবো? পথে কোনো কোনো মানুষ চলে যায়, কোনো কোনো মানুষ থেকে যায়, বাসে আমরা অব্যাহতভাবে সামনে যাচ্ছি। স্বপ্ন উজ্জ্বল হচ্ছে, আমাদের পথের সামনে আলো। যদিও আমার পথ আরো দীর্ঘ, তবুও আমার বড় হওয়ার ইচ্ছা প্রচুর। আমরা একই জায়গায় একই ধরণের কাজ করছি। আমাদের জীবন একই ধরনের। আমি লাভবান হয়েছি, আমি হারিয়ে ফেলেছি, কিন্তু অভিজ্ঞতা আরো গুরুত্বপূর্ণ। তুমি হলে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি থাকলে আমি গর্ব করি। অবশ্যই হতাশা আসবে, কিন্তু আরো শক্তিশালী হতে হবে। অনেক কঠিন পরিস্থিতিতেও আমি ত্যাগ করবো না'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন ছেলেদের গ্রুপ 'ললিপপ'-র কণ্ঠে 'স্বপ্ন বাস' নামের গান। এখন আমি আপনাদেরকে আমার একজন প্রিয় কণ্ঠশিল্পী লিয়াং বোর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। লিয়াং বো ১৯৯৩ সালের ২৫ মার্চ চিলিন প্রদেশের ছাংছুন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চিলিন শিল্প একাডেমির পপসংগীত বিভাগ থেকে স্নাতক হন। ২০০৩ সালে প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ার সময় লিয়াং বো গিটার বাজানোয় আগ্রহী হয়ে ওঠেন। ২০০৪ সালে তার মা একটি গিটার জন্মদিনের উপহার হিসেবে লিয়াং বোকে দেন। জুনিয়র স্কুল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে গিটার শেখা শুরু করেন। আস্তে আস্তে তিনি সুর রচনা শুরু করেন। ২০১১ সালে তিনি একটি অনুষ্ঠানে নিজের লেখা দু'টি গান পরিবেশন করেন। ২০১২ সালে তিনি একটি টিভি সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান হন। ২০১৩ সালে তিনি নিজের লেখা একটি গান প্রকাশ করেন। ২০১৪ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে আমি লিয়াং বো'র কণ্ঠে 'নতুন' নামের গান শোনাবো।

টুটুল: 'নতুন' গানটির কথা হল, 'রাত সুন্দর এবং উজ্জ্বল। এটি হল তোমার অভ্যাসগত অবস্থা। সেজন্য কখনো আরেক ধরনের ফল আশা করবে না। ফুল প্রস্ফুটিত, অচিরে সুন্দর হবে। এটি হলো যা তুমি চাও। সেজন্য কখনো অন্য ধরনের দৃশ্য আশা করবে না। আজ হল তোমার, আগামীকাল হল আমার। এখন না, এখন না। বাজি অতি উজ্জ্বল, শব্দ অতি উচ্চস্বর, হৃদয় মাতাল হয়েছে। এটি হল কত গরম ও কত অবিস্মরণীয় এক রাত। আমি নতুন কিছু চাই, এখন না, এখন না। চাঁদ অতি সুন্দর, কিন্তু খুবই উঁচুতে। সমুদ্র অতি সুন্দর, কিন্তু খুবই গভীর। আগামীকাল কার হবে? আমি শুধুমাত্র নতুন কিছু চাই, এখন না, এখন না। আকাশ হল নীল, বিশ্ব হল সবুজ, কিন্তু আমি সত্যি দেখতে চাই। এখন না, এখন না'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গ গানটি শুনবো।

(গান ৩)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন লিয়াং বো'র কণ্ঠে 'নতুন' নামের গান। এখন আমি নারী কণ্ঠশিল্প লিউ সি জুন'র কণ্ঠে 'স্বপ্নের পাখা' নামের গান শোনাবো। লিউ সি জুন ১৯৮৮ সালের ৩০ এপ্রিল শেনচেন শহরে জন্মগ্রহণ করেন। তিনি সিংহাই সংগীত একাডেমি থেকে স্নাতক হন। ২০০৪ সালে নিজের প্রথম গান প্রকাশ করেন। ২০০৬ সালে একটি টিভি সিরিজের থিম গান গেয়েছেন। ২০১০ সালে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১১ সাল থেকে তিনি সংগীত প্রযোজকের কাজ শুরু করেন। ২০১৫ সালে চীনা ভাষার সবচেয়ে জনপ্রিয় নারী কণ্ঠশিল্পীর মর্যাদা লাভ করেন।

টুটুল: 'স্বপ্নের পাখা' গানের কথা এমন, 'সেটি হল একটি সুন্দর বিশ্ব যেখানে আমি যেতে চাই। তুমি বলেছো, আমাকে নিয়ে সে বিশ্বে যাবে। আমাকে নিয়ে স্বপ্ন বাস্তবায়ন করবে। আশার পথ আমাদের সামনে, আমি আশা দেখেছি। ভয় করি না, জীবন খুবই শক্তিশালী। ত্যাগ করবে না, আমরা এখনো খুবই তরুণ। এখানে স্বপ্ন বাস্তবায়িত হবে। স্বর্গে কোনো দুঃখ নেই। আমার ভালোবাসা কখনো পরিবর্তন হবে না। বাতাস আমাদের ভালোবাসা নিয়ে যাবে'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'স্বপ্নের পাখা' নামের একটি গান। আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন কয়েকটি বাংলা গান শোনাবো, কেমন?

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn

মুক্তা: এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

মুক্তা/টুটুল: চাই চিয়ান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040