চীনের সিনচিয়াং-এ সর্বোচ্চ তাপমাত্রা ৭০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড ছুঁয়েছে
  2017-06-16 14:36:18  cri

সম্প্রতি চীনের সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন এলাকায় ভীষণ গরম আবহাওয়া দেখা দিয়েছে। গতকাল(বৃহস্পতিবার) অঞ্চলটির 'আগুন রাজ্য' হিসেবে খ্যাত হোইয়ানশান পর্যটন এলাকার বিশাল থামোর্মিটারে দেখা যায় তাপমাত্রা৭০ ডিগ্রী সেলসিয়াস । এটিই এখন পর্যন্ত সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা। আর ওখানে দাঁড়ালে পায়ে গনগনে উত্তাপ বোধ হয়। স্থানীয় যান চলাচল নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত পুলিশ সদস্যদের রাস্তায় দাড়িয়ে দায়িত্ব পালনের সময় অনেক গরম লাগে। তারা বেশী বেশী পানি খাওয়া এবং মাথায় পানি দেয়ার মাধ্যমে 'সান স্ট্রোক' থেকে বাঁচার চেষ্টা করেন। আজ সিনচিয়াং-এর বিভিন্ন এলাকার তাপমাত্রাও ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে বলে জানা গেছে।

(শুয়েই/মহসীন)

1  2  3  4  5  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040