জুন ১৬: চীনের ইউননান প্রদেশের তিছিং স্বায়ত্তশাসিত রাজ্যের পরিশ্রমী ও বুদ্ধিমান তিব্বতী জনগণ হাজার বছর ধরে পূর্বপুরুষের কাছ থেকে অনেক কারুশিল্প বহন করে আসছে। থাংতুই গ্রামের কালো মৃৎ শিল্প , শাংছিওথৌ গ্রামের কাঠের বাটি এবং তিব্বতীয়দের নজরকাড়া ঐতিহ্যবাহী পোশাকসহ নানা হস্তশিল্প এতো দিন শুধু স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনেই ব্যবহৃত হতো। পর্যটন শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে গ্রামের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিচ্ছে তিব্বতীয় এই হস্তশিল্প।
(লিলি/মহসিন)