চীনের নিজস্ব মেটালব্যান্ড- টুইসটেড মেশিন
  2017-06-15 14:24:41  cri


প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন। আপনাদের সংগে আছি আমি লতা। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। আজকের এই সংগীতের আসরে আমি আপনাদের মেটাল সংগীত সম্পর্কে কিছু কথা বলব।মেটাল হলো বিশ্বের একটি বিখ্যাত সংগীত রীতি। যুক্তরাষ্ট্র, জাপান এবং অনেক ইউরোপীয় দেশসহ পাশ্চাত্যে মেটালসংগীত ও মেটালব্যান্ড খুবই জনপ্রিয়। আগের সংগীতানুষ্ঠানে আমি আপনাদের বলেছি যুক্তরাষ্ট্রের লিকিন পার্ক, জাপানের এক্স জাপান এবং ফিনলান্ডের নাইট ওয়েইশের কথা এবং এসব ব্যন্ডের সুন্দর কয়েকটি গান আপনাদের শুনিয়েছি। কিন্তু মেটালসংগীত শুধু শিল্পোন্নত দেশেই নয় অনেক উন্নয়নশীল দেশেও মেটালসংগীতও খুবই জনপ্রিয়। চীনের নিজস্ব মেটাল ব্যান্ড আছে। এ ব্যান্ডটি হলো আমাদের দেশের সবচেয়ে বিখ্যাত মেটালব্যান্ড। ব্যান্ডের নাম টুইসটেড মেশিন। । তাহলে আজকের সংগীতানুষ্ঠানে আমি আপনাদের শোনাব টুইসটেড মেশিনের কয়েকটি সুন্দর গান।

টুইসটেড মেশিন। চীনের রাজধানী পেইচিংয়ের একটি মেটালব্যান্ড। এ ব্যান্ডের গানগুলোয় রয়েছে যথেষ্ট প্রাণশক্তি। গানের ছন্দ খুবই সুন্দর, গীতিধর্মী ও ইতিবাচক। এ ব্যান্ডের গায়ক লিয়াং লিয়াংয়ের গলা খুবই পরিষ্কার ও শক্তিশালি। তাঁদের গানে আপনারা শুনবেন হুংকার এবং ধাতু ধাক্কা দেয়ার মতো গিটার ও ড্রামের স্বর। আচ্ছা, আমি মনে করি আমার বেশি কথা বলার দরকার নেই। নিশ্চয়ই তাঁদের গানেই আপনারা সব অনুভব করতে পারবেন। প্রথমে টুইসটেড মেশিনের শ্রেষ্ঠ গানটি শুনুন। গানের নাম হলো 'আয়নায়'।

 

এ গানটি কেমন লাগলো বন্ধুরা? আমি বিশ্বাস করি আপনারাও আমার মতো এ গানটি পছন্দ করেছেন। এখন আপনাদের আরেকটি গান শোনাব। আমার সংগে 'রক এ্যান্ড রোল' চিত্কার করুন। গানের নাম হলো ব্যান্ডের নামে অর্থাত্'টুইসটেড মেশিন'।

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আপনাদের সংগে আছি আমি লতা। আপনারা কি আমাদের সংগীতানুষ্ঠান পছন্দ করেন? আমাদের অনুষ্ঠানের ব্যাপারে যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে, তাহলে চিঠি অথবা ফোনের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। এখন আমি আপনাদের আরেকটি গান শুনাতে চাই। আমি এ গানটি খুবই পছন্দ করি। আপনারা তা শুনলেই বুঝতে পারবেন। তাই আসুন শোনা যাক এ গানটি। গানের নাম: সতর্ক থাকো ।

আচ্ছা বন্ধুরা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহে আবার আপনাদের শোনাবো নতুন সব সুন্দর গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যাই চিয়ান।(লতা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040