নিম্ন কার্বন দিবস
  2017-06-14 16:02:58  cri

১৯৯০ সালে চীনের জাতীয় পরিষদের এক সম্মেলনে প্রতি বছর নভেম্বর মাসের এক সপ্তাহ 'জ্বালানি সাশ্রয় প্রচারণা সপ্তাহ' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গ্রীষ্মকাল বিদ্যুত্ ব্যবহারের একটি শীর্ষ সময়। মানুষের মধ্যে জ্বালানি সাশ্রয়ের সচেতনতা জাগিয়ে তোলার জন্য এই প্রচারণা সপ্তাহের সময় নভেম্বর থেকে জুন মাসে পরিবর্তন করা হয়।

২০১৩ সালে জাতীয় জ্বালানি সাশ্রয় প্রচারণা সপ্তাহের তৃতীয় দিন জাতীয় নিম্ন কার্বন দিবস হিসেবে নির্ধারণ করা হয়। চলতি বছর ১১-১৭ জুন জ্বালানি সাশ্রয় প্রচারণা সপ্তাহ এবং মঙ্গলবার হচ্ছে ঠিক নিম্ন কার্বন দিবস ২০১৭ । এবার জ্বালানি সাশ্রয় প্রচারণা সপ্তাহের থিম হল 'আমি জ্বালানি সাশ্রয় করি, সবুজ ভাগাভাগি করি'।

কার্বন ফুটপ্রিন্ট

বলা যায়, মানুষের পায়ের দাগের মতো যখন আমরা প্রত্যেক আচরণ থেকে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর ওপর ত্যাগ করি, তখন তার একটি দাগ পড়ে। সংক্ষিপ্তভাবে বললে কার্বন ফুটপ্রিন্ট মানে একজন মানুষ বা একটি শিল্পপ্রতিষ্ঠানের কার্বন ব্যবহারের পরিমাণ।

আমাদের আচরণ পৃথিবীর ওপর কি কি প্রভাব ফেলে এবং এই নেতিবাচক প্রভাব কমানোর জন্য আমাদের কি কি করা উচিত্?

বিমানযোগে ২ হাজার কিলোমিটার গেলে ২৭৮ কিলোগ্রাম কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়। এ দূষণের ক্ষতিপূরণ দেওয়ার জন্য অন্তত তিনটি গাছ রোপণ করতে হবে।

১০০ কিলোওয়াট ঘণ্টার বিদ্যুত্ ব্যবহার করলে ৭৮.৫ কিলোগ্রাম কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়, তা একটি গাছের সমতুল্য।

একটি হ্যামবার্গার খেলে ৩০০০ গ্রাম কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়।

একটি কার্পাস টি-শার্ট এর কার্বন ফুটপ্রিন্ট ৭০০০ গ্রাম

নিম্ন কার্বন জীবনরীতি চীনে একটি প্রবণতায় পরিণত হয়ে উঠেছে। যেমন-

১. এসির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে সারা বছর ২২ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুত্ সাশ্রয় হবে এবং কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ ২১ কিলোগ্রাম কম হবে।

২. প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ করতে হবে।

৩. রপ্তানি করা খাবারের বদলে স্থানীয় খাবার খেতে হবে। কারণ খাবার পরিবহন ও স্টোরেজ প্রক্রিয়াও বেশ কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে।

৪. প্রতি মাসে অন্তত একদিন গাড়ি চালানো বন্ধ রাখতে হবে। এর পরিবর্তে লোকজন বাস, সাইকেল বা সাবওয়ে ব্যবহার করবে। একটি গাড়ি এক দিনে ৯৮ কিলোগ্রাম কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে।

৫. অফিসে যতটা সম্ভব কম কাগজ ব্যবহার করতে হবে। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040