লেখাপড়ার বিষয় নিয়ে কি ভাবছেন চীনের শিক্ষার্থীরা?
  2017-06-14 09:55:28  cri

গত সপ্তাহে শেষ হয়েছে চীনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি, তবে অনেক শিক্ষার্থী এবং তাদের পিতামাতা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ে কী কী বিষয় নিয়ে লেখাপড়া করবে তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন।

২০১৬ সালে কর্মসংস্থানের হার ও বেতন ছিলো সবচেয়ে বেশি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার এমন প্রধান বিষয় কোনটি?

সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, উচ্চ আয়ের প্রথম ছয় চাকরি কম্পিউটার ও ইন্টারনেটসম্পর্কিত। যেমন- ইন্টারনেট ডেভেলপার, কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার ও গেম পরিকল্পনাকারী- এ তিনটি চাকরির আয় সবচেয়ে বেশি ।

চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন কর্মসংস্থানের ওপর প্রভাব ফেলে।

তাই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভবিষ্যতে কী কী চাকরির চাহিদা বৃদ্ধি পাবে?

প্রথম তিনটি প্রধান বিষয় হলো শিক্ষা, তথ্যমাধ্যম এবং আর্থিক (ব্যাংকিং,বিমা ও সিকিউরিটিজ)।

তা ছাড়া, অন্য কয়েকটি প্রধান বিষয়ও জনপ্রিয় হয়ে উঠেছে। যেমন-

বৈদেশিক বাণিজ্য

চীনা কোম্পানি ২০টি দেশে ৫৬টি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা

অঞ্চল প্রতিষ্ঠা করেছে এবং সংশ্লিষ্ট দেশের জন্য ১১০ কোটি ডলার শুল্ক

ও ১৮০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করে। 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব

বাস্তবায়নের সাথে সাথে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। তাই বৈদেশিক

বাণিজ্য বা তার সংশ্লিষ্ট প্রধান বিষয়গুলোতে চাকরির বেশি সুযোগ সৃষ্টি

হবে।

'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের সংশ্লিষ্ট প্রকল্প নির্মাণে মেশিনারি, সিভিল ইঞ্জিনিয়ারিংসহ নানা প্রধান বিষয়ের শিক্ষার্থীরা সহজেই চাকরি পেতে পারবে।

জানা গেছে, ২০২০ সালে নতুন প্রজন্মের তথ্য প্রযুক্তি শিল্প, বৈদ্যুতিক সরঞ্জাম ও রোবোটিক্সে নানা পেশাদার ব্যক্তির অভাব দেখা দেবে। বিশেষ করে তথ্য প্রযুক্তি শিল্পে ব্যক্তির অভাব হবে ৭৫ লাখ। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040