রোক গায়ক জাং জেনয়ুই -২
  2017-06-09 16:42:04  cri


সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তবে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সি আর আইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থনই আমাদের চালিকাশক্তি।

 

এবার যাওয়া যাক মূল অনুষ্ঠানে। প্রিয় শ্রোতাবন্ধুরা, শুরুতেই চীনের হালকা তাল ও লয়ের রক সঙ্গীত তথা 'লাইট রক' সম্পর্কে দুটি কথা। চীনের একজন গায়ক অনেক বছর ধরে 'লাইট রক সঙ্গীত' সৃষ্টি করে আসছেন। তাঁর নাম জাং জেনয়ুই। আপনারা কি 'লাইট রক' সঙ্গীত সম্পর্কে জানেন? চলুন শুনে নিই জাং জেনয়ুই-এর গাওয়া দুটি 'লাইট রক সঙ্গীত'। গানগুলো শুনলে আপনাদের 'লাইট রক' সম্পর্কে একটা ধারণা হবে বলে আশা করি। গানদুটির নাম 'ভালোবাসার প্রথম অনুভব' এবং 'দেখা হবে'।

(গান)

জাং জেনয়ুইয়ের গান আপনাদের কেমন লাগলো? গানের সুর ও ছন্দ সহজ তবে সুন্দর। এ-ধরণের গান শুনলে মনে হবে 'আনন্দধারা বহিছে ভূবনে'। আর কয়েকবার শুনলে, আপনারাও এ-গান গাইতে পারবেন। দেখুন না চেষ্টা করে!

১৯৭৪ সালে জাং জেনয়ুই চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সাল থেকে তিনি অনেক গান লিখেছেন। তাঁর গানের রয়েছে স্বকীয় বৈশিষ্ট্য। তিনি শুধু চীনে নয়, যুক্তরাস্ট্রেও খুব জনপ্রিয়। ২০০৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের ১০টি শহরে গানের অনুষ্ঠান করেছেন এবং সেসব অনুষ্ঠানে নিজের গান পরিবেশন করে শ্রোতাদের মন ভরিয়েছেন। এখন তাঁর আরও দুটি গান শুনবো আমরা। আশা করি আপনাদের ভাল লাগবে।

(গান)

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। প্রিয় শ্রোতা, আজকের সংগীতানুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। তবে যাবার আগে আরো দুটি গান। গান দুটোর নাম 'মুক্তি' এবং 'বিদায় নেয়া'।

(গান)

দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। তাই আজকের মতো গানের ঝাপি বন্ধ করতে হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাই চিয়ান।(লেলিন/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040