আজ (৩১ মে) ৩০তম বিশ্ব তামাকমুক্ত দিবস। এ দিন চীনের হোপেই প্রদেশের হানদান শহরের হানশান অঞ্চলের পরীক্ষামূলক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজদের তৈরি ধূমপানবিরোধী প্রতীকী মুখোশ পড়ে।
এ বিদ্যালয় '১ জুন আমি তামাকমুক্তের প্রস্তাব করি' নামে কর্মসূচি আয়োজন করে।
ছাত্রছাত্রীরা ধুমপানবিরোধী প্রতীকী মুখোশ পড়া, ধুমপানবিরোধী হাতের লেখা পত্রিকা, ধুমপানবিরোধী কার্যকলাপের মাধ্যমে জনগণকে তামাক থেকে দূরে থাকা এবং তামাকমুক্ত সুস্থ পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানায়। (ইয়ু/টুটুল)