বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'মোরা'র প্রভাবে দূরপাল্লার নৌ চলাচল বন্ধ ঘোষণা
  2017-05-29 19:32:17  cri
মে ২৯: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মোরা'র প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে দূরপাল্লার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে আজ (সোমবার) দুপুরে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন।

তিনি জানান, উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ অবস্থা থাকায় ভোলা, পটুয়াখালী ও বরিশাল অঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। শুধু চাঁদপুর ও কাছের নৌপথে লঞ্চ চলাচল করতে পারবে বলে জানান তিনি। (টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040