বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মোরা'
  2017-05-29 19:28:26  cri
চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মোরা'। মঙ্গলবার সকালে এটি বাংলাদেশে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজার উপকূলে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সাগর উত্তাল রয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে জাহাজ ও নৌযানগুলোকে। এদিকে, ঘূর্ণিঝড় 'মোরা' মোকাবেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে জেলা-উপজেলা প্রশাসনকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর, পটুয়াখালীসহ উপকূলীয় জেলাগুলোতে এরই মধ্যে প্রস্তুতি সভা করেছে স্থানীয় প্রশাসন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040