বাংলাদেশে বর্ডার সার্ভিল্যান্স সিস্টেম উদ্বোধন
  2017-05-29 19:27:42  cri
ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সাড়ে ৪ হাজার কিলোমিটার সীমান্ত একটি ওয়েবসাইটের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও তদারকের লক্ষ্যে বর্ডার সার্ভিল্যান্স সিস্টেম উদ্বোধন করা হয়েছে।

সোমবার পিলখানায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তিনি জানান, এ পদ্ধতিতে সীমান্তের খবরাখবর ভিডিও ডাটাবেজ আকারে কেন্দ্রীয়ভাবে দ্রুত পাওয়া যাবে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধেও এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিজিবির সম্পর্ক আগের চেয়ে ভালো হয়েছে বলে এসময় জানান বিজিবি মহাপরিচালক।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040