মিয়ানমারে দ্বিতীয় ২১ শতাব্দীর পাংলুং জাতিগত সম্মেলনের প্রতিনিধিরা ফেডারেল চুক্তি স্বাক্ষর করেছেন
  2017-05-29 18:32:32  cri
মে ২৯: মিয়ানমারের দ্বিতীয় ২১ শতাব্দীর পাংলুং জাতিগত সম্মেলন বা ফেডারেল শান্তি সম্মেলন আজ (সোমবার) শেষ হয়েছে। বিভিন্ন পক্ষ ৩৭টি ধারা অন্তর্ভুক্ত করে এক ফেডারেল চুক্তি স্বাক্ষর করেছেন। এবারের সম্মেলনে রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা এবং ভূমি ও প্রাকৃতিক পরিবেশসহ ৫টি বিষয়ে আলোচনা হয়। নিরাপত্তা বিষয় ছাড়া অন্য চার বিষয়ের ৪১টি ধারার ৩৭ ধারায় সম্মতি অর্জন করেন প্রতিনিধিরা।এর মধ্যে রাজনীতির ক্ষেত্রে ১২টি, অর্থনীতির ক্ষেত্রে ১১টি, সমাজের ক্ষেত্রে ৪টি এবং ভূমি ও প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে ১০টি। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সরকার ও সংসদ, সামরিক কর্তৃপক্ষ, রাজনৈতিক দল ও স্থানীয় সশস্ত্র সংস্থা অনুযায়ী চার দলে ভাগ করা হয়। এ চার দল পৌঁছানো ৩৭টি ধারায় একটি ফেডারেল চুক্তি স্বাক্ষর করতে প্রতিনিধি পাঠায়। এ চুক্তি ভবিষ্যতে টেকসই শান্তি বাস্তবায়নের পর চূড়ান্ত 'ফেডারেল শান্তি চুক্তি'র একটি অংশে পরিণত হবে। সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি ভাষণ দেওয়ার সময় বলেন, বেশ কয়েক মাসের প্রচেষ্টার পর বর্তমানে সে ধারায় সম্মতি অর্জিত হয়, তা একদম সহজ নয়। সে ধারাগুলো মিয়ানমারের গণতান্ত্রিক ও ফেডারেল দেশে পরিণতির প্রথম পদক্ষেপ। জানা গেছে, এবারের সম্মেলন গত ২৪ মে নেপিদোয় অনুষ্ঠিত হয়। সরকার, সংসদ সদস্য, সামরিক কর্তৃপক্ষ, রাজনৈতিক দল, জাতিগত স্থানীয় সশস্ত্র সংস্থাসহ নানা মহলের ১৪০০জনেরও বেশি প্রতিনিধি এতে অংশ নেন। এ সম্মেলন চারদিন চলার কথা ছিলো। তবে কিছু ব্যাপারে আলোচনা শেষ না হওয়ায় তা ২৯ মে পর্যন্ত চলে। (ওয়াং তান হোং/টুটুল)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040