যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যায় চীনের সঙ্গে সহযোগিতা চালাতে ইচ্ছুক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  2017-05-29 16:56:18  cri
মে ২৯: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস গতকাল (রোববার) বলেন, কোরীয় উপদ্বীপে সহিংসতা ঘটলে ব্যাপক কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। এ সমস্যা সমাধানে চীনের সঙ্গে সহযোগিতা চালাতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র।

এ দিন মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যাটিস এ কথা বলেন।

তিনি বলেন, কোরীয় উপদ্বীপে সংঘর্ষ ঘটলে 'ধ্বংসাত্মক যুদ্ধ' এর আশঙ্কা থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমাজের সঙ্গে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং চীনের সঙ্গে সহযোগিতা চালানোর স্পষ্ট ইচ্ছা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র এ সমস্যা সমাধানের জন্য চীনের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়।

মার্কিন সরকার গত ২৬ এপ্রিল জানায়, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা জোরদারের সঙ্গে কূটনৈতিক চাপ সংযুক্তির মাধ্যমে এ অঞ্চলের অস্ত্রমুক্তকরণ বাস্তবায়ন করতে চায়। দেশটি বৈঠকের মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নে খোলা দৃষ্টিভঙ্গি পোষণ করে। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র নিজে দেশ ও মিত্র দেশের নিরাপত্তা সুরক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছে। (ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040