শ্রীলংকায় বন্যা ও ভূমিধসে ১৪৬ জন নিহত
  2017-05-29 16:48:27  cri

মে ২৯: শ্রীলংকায় বন্যা ও ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত ১৪৬ জন নিহত হয়েছে, ১০০ জন নিখোঁজ রয়েছে এবং ১০ লাখ লোক দুর্যোগে ভুগছে। দেশটির দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের গতকাল (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি শ্রীলংকার পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কলম্বো, হামবানতোতা, মাতারা, গল, রাতনাপুরা ও কালুতারাসহ ১৪টি অঞ্চলে টানা বৃষ্টিপাত হয়। এতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

বর্তমানে শ্রীলংকার সেনা, নৌ ও বিমান বাহিনী, পুলিশ ও পেশাদার উদ্ধারকারী সংস্থা নিয়ে গঠিত এক উদ্ধারকারী দল দুর্গত অঞ্চলে উদ্ধার ও ত্রাণকাজ পরিচালন করছে। দুর্গতদের আবাসনের জন্য শ্রীলংকা দেশজুড়ে ৩০৪টি অস্থায়ী আবাসিক অঞ্চল স্থাপন করেছে।

(ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040