ইতালিতে জি-সেভেন শীর্ষসম্মেলনে সন্ত্রাসদমন ও অবাধ বাণিজ্য নিয়ে মতৈক্য
  2017-05-28 19:09:30  cri
মে ২৮: দু'দিনব্যাপী জি-সেভেন শীর্ষসম্মেলন গত শনিবার ইতালির সিসিলির তাওরমিনায় শেষ হয়েছে। পরে প্রকাশিত যৌথ ইশতাহার অনুযায়ী, জি-সেভেন গোষ্ঠী সন্ত্রাসদমন ও অবাধ বাণিজ্য বিষয়ে একমত হয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে এখনো মতৈক্যে পৌঁছাতে পারে নি।

নিরাপত্তা ও সন্ত্রাসদমন বিষয়ে ইশতাহারে বলা হয়, লিবিয়া, সিরিয়া ও ইরাকের সংঘর্ষ বন্ধ করতে হবে, চরমপন্থী সংস্থার দখলকৃত অঞ্চল নিয়ন্ত্রণে ফিরে আনতে হবে এবং সন্ত্রাসবাদ পালিত পরিবেশ পুরোপুরি পরিবর্তন করে অবশেষে সন্ত্রাস নির্মূল করতে হবে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা 'প্যারিস চুক্তি' সম্পর্কে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য ৬ দেশ এ চুক্তি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা আবার জোর দিয়ে বলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিন তার টুইটারে আগামী সপ্তাহের মধ্যে 'প্যারিস চুক্তি' থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন।

অবাধ বাণিজ্য নিয়ে ইশতাহারে ৭টি দেশের উন্মুক্ত বাজার বজায় রাখা এবং বাণিজ্যের রক্ষণবাদের বিরোধিতা করার কথা আবার জোর দিয়ে বলা হয়েছে।

তাছাড়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা প্রবাসী ও শরণার্থীদের বিষয়ে ৭টি দেশ দায়িত্ব ভাগাভাগি করতে একমত হয়েছে। শরণার্থী ও প্রবাসীদের অধিকার রক্ষার সঙ্গে সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিয়ন্ত্রণ ক্ষমতা নিশ্চিত করার কথা জোর দিয়ে বলা হয়েছে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040