ইতালিতে জি-সেভেন শীর্ষসম্মেলনের ইশতাহারে পূর্ব ও দক্ষিণ চীন সাগরসংক্রান্ত বিষয়ে চীনা মুখপাত্রের মন্তব্য
  2017-05-28 19:07:39  cri
মে ২৮: সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষসম্মেলনে প্রকাশিত যৌথ ইশতাহারে পূর্ব ও দক্ষিণ চীন সাগরসংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে। তা নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (রোববার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগর বিষয়ে জি-সেভেন গোষ্ঠীর হস্তক্ষেপ নিয়ে চীন খুব অসন্তুষ্ট।

চীনা মুখপাত্র জানান, পূর্ব ও দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের মতামত বরাবরই পরিষ্কার। সংশ্লিষ্ট দেশের সরাসরি আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট মতৈক্য নিয়ন্ত্রণ ও সমাধান করা চীন সমর্থন করে। পূর্ব ও দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিভিন্ন দেশের সহযোগিতা জোরদার করা উচিত। তাছাড়া সংশ্লিষ্ট অঞ্চলে বিমান ও অবাধ নৌ চলাচলের অধিকার চীন সমর্থন করে।

তিনি আরো বলেন, জি-সেভেন গোষ্ঠী ও অন্যান্য দেশ পরিস্থিতি পুনর্বিবেচনা করে নিরপেক্ষ মতামত পোষণের প্রতিশ্রুতি মেনে নিয়ে দায়িত্বহীন মতামত প্রকাশ করা বন্ধ করবে বলে আশা করছে চীন।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040