হেফাজতের সঙ্গে কোনো সমঝোতা আত্মঘাতি হবে: তথ্যমন্ত্রী
  2017-05-28 18:58:28  cri
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হেফাজতে ইসলামের সঙ্গে সরকারে যে কোনো ধরনের সমঝোতা আত্মঘাতি হতে পারে।

রোববার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদের এক মানববন্ধনে মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্যটি তৈরির প্রথম থেকেই হেফাজত এর বিরোধিতা করে এসেছে। ভাস্কর্য আর মূর্তি এক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, হেফাজত সবসময় বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যে বিরোধিতা করে আসছে। তাদের এমন কর্মকাণ্ড দেশে সাম্প্রদায়িকতা বাড়াবে বলে সতর্ক করে দেন তথ্যমন্ত্রী।

এদিকে, সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে আটক ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজন জামিনে মুক্তি পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে ভাস্কর্যটি শনিবার রাতে এনেক্স ভবনের সামনে স্থাপন করা হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040