শ্রীলংকা-চীন আর্থ-বাণিজ্যিক বিনিয়োগ সহযোগিতা জোরদার করতে চান লঙ্কান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
  2017-05-28 18:32:45  cri
মে ২৮: 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের কাঠামোতে শ্রীলংকা ও চীনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে নানা ক্ষেত্রের বাস্তব সংযুক্তি জোরদার এবং দু'দেশের আর্থ-বাণিজ্যিক ও বিনিয়োগের সহযোগিতার অব্যাহত উন্নয়ন সাধন করতে ইচ্ছুক শ্রীলংকা।

সম্প্রতি শ্রীলংকা সফররত চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী সদস্য ও পররাষ্ট্র কমিশনের উপ-মহাপরিচালক এবং লান ডি আন্তর্জাতিক থিংক ট্যাংক কমিশনের চেয়ারম্যান চাও পাই গে'র নেতৃত্বে এক চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে এ ইচ্ছা প্রকাশ করেন।

দু'নেতা বলেন, শ্রীলংকা-চীন সম্পর্কের দীর্ঘকালীন ইতিহাস রয়েছে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের পরিপ্রেক্ষিতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন আরও শক্তিশালী হয়ে উঠেছে। শ্রীলংকা চীনের সঙ্গে দু'দেশের আর্থ-বাণিজ্যিক চুক্তি ও প্রকল্প প্রমোট করতে সহযোগিতা জোরদার, বিশেষ করে কলম্বো বন্দর শহর গঠনসহ নানা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার প্রকল্পে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। চীনা প্রতিষ্ঠানগুলো শ্রীলংকায় বিনিয়োগ জোরদার করবে বলেও তারা আশাবাদ প্রকাশ করেন।

চাও পাই গে বলেন, চীন ও শ্রীলংকা ভবিষ্যতে সৌরশক্তি, কৃষি, টেকসই উন্নয়নসহ নানা ক্ষেত্রে ঘনিষ্ঠ শৈল্পিক সহযোগিতা চালাতে পারে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবে বলে চীনা আশা প্রকাশ করে। (ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040