মার্কিন টহল বিমান প্রতিহত করা নিয়ে দেশটির তথাকথিত মন্তব্য বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: চীন
  2017-05-28 18:25:58  cri
মে ২৮: মার্কিন বাহিনীর টহল বিমান প্রতিহত করার বিষয়ে দেশটির তথাকথিত মন্তব্য বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। আজ (রোববার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান এ কথা বলেন।

মার্কিন গণমাধ্যম সম্প্রতি জানিয়েছে, চীনের দু'টি ছিয়ান-১০ যুদ্ধবিমান গত ২৫ মে হংকংয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলের ২৪০ কিলোমিটার আকাশসীমায় মার্কিন বাহিনীর একটি পি-৩ টহল বিমানকে প্রতিহত করে। সে সময় টহল বিমান থেকে যুদ্ধবিমানের দূরত্ব ছিলো মাত্র ১৮০ মিটার।

এ প্রসঙ্গে উ ছিয়ান বলেন, গত ২৫ মে মার্কিন বাহিনীর একটি টহল বিমান চীনের হংকংয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশসীমায় পর্যবেক্ষণ চালাচ্ছিল। চীনের যুদ্ধবিমান আইন অনুযায়ী তা সনাক্ত ও তদন্ত করে। চীনের যুদ্ধবিমানের অভিযান পেশাগত এবং নিরাপদ।

উ ছিয়ান আরও বলেন, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বাহিনী বেশ কয়েকবার চীনের জলসীমা ও আকাশসীমায় জাহাজ ও বিমান পাঠায়, তা চীনের সার্বভৌমত্বের নিরাপত্তার হুমকি সৃষ্টি করেছে এবং দু'দেশের কর্মীদের প্রাণের ঝুঁকিও সৃষ্টি করেছে। মার্কিন বাহিনীকে এ ধরনের অভিযান সংশোধন করার আহ্বান জানায় চীন। চীনের বাহিনী দৃঢ়ভাবে স্বদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষা করে যাবে বলেও উল্লেখ করেন তিনি। (ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040