প্রধানমন্ত্রী লি'র জার্মানি ও বেলজিয়াম সফর নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং
  2017-05-28 18:25:09  cri

অংশীদারিত্বের সম্পর্কের উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগাবে বলে চীন আশা প্রকাশ করে।

জার্মানি সফরের সময় প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং দেশটির নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তারা চীন-জার্মানি বাস্তবতা ও নবত্যাপ্রবর্তনের সহযোগিতা, বৈশ্বিক অর্থনীতি প্রশাসন ও অভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করবেন। তারা 'চীন-জার্মানি নবত্যাপ্রবর্তনের যৌথ ফোরাম প্রতিষ্ঠা'-তে যোগ দেবেন এবং দু'দেশের আর্থ-বাণিজ্য শিল্পের লোকজনের সাথে মতবিনিময় করবেন।

চীন-ইইউ শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার সময় প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ইইউ'র দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে চীন-ইউরোপ সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করবেন।

বেলজিয়াম সফরের সময় প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং দেশটির রাজা ফিলিপ ও প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সঙ্গে বৈঠক করবেন। তারা চীন-বেলজিয়াম, চীন- ইউরোপ সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করবেন।

(ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040