সাভারে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, ৭টি গ্রেনেড উদ্ধার
  2017-05-27 19:58:25  cri
সাভারের মধ্য গেণ্ডার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৭টি গ্রেনেড উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া নিষ্ক্রীয় করা হয়েছে ১০টি বোমা। উদ্ধার করা হয়েছে তিনটি সুইসাইডাল ভেস্ট। শুক্রবার রাত থেকে ঘিরে রাখা নির্মাণাধীন ৬ তলা বাড়িটিতে শনিবার সকাল ১১টার দিকে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তারা বাড়িতে ঢুকে একে একে বোমা নিষ্ক্রীয় করে। এসময় বিকট শব্দ পাওয়া যায়। তবে অভিযান শুরুর আগেই সন্দেহভাজন ভাড়াটিয়ারা পালিয়ে যায়। এর আগে শুক্রবার সন্ধ্যায় পাশের আরেকটি ৫তলা বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে এক নারীকে আটক ও দুই শিশুকে উদ্ধার করা হয়। ওই নারীর দেওয়া তথ্যে পরে ৬তলা বাড়িটিতে অভিযান চালানো হয়। মাহমুদ হাশিম, ঢাকা থেকে।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040