বেইজিংয়ে দারিদ্র্যবিমোচন আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত
  2017-05-27 19:14:11  cri

মে ২৭: দারিদ্র্যবিমোচন আন্তর্জাতিক ফোরাম গতকাল (শুক্রবার) চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উপ-মহাপরিচালক কুও ওয়েই মিন, চীনের বিদেশি ভাষা প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক চাং ফু হাই, চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্যবিমোচন কার্যালয়ের উপ-পরিচালক ছেন ছি কাং এবং বিশ্বব্যাংকের চীন, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়াবিষয়ক মহাপরিচালক হাও ফু মেন ও চীনে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিসহ ১৬টি আন্তর্জাতিক সংস্থা ও ৭টি দেশের শতাধিক প্রতিনিধি এ ফোরামে অংশ নেন।

ফোরামে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উপ-মহাপরিচালক কুও ওয়েই মিন বলেন, চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম কংগ্রেসের পর সিপিসি ও চীন সরকার দারিদ্র্যবিমোচনকে অগ্রাধিকার দিয়ে আসছে। চীনের লক্ষ্য, ২০২০ সালের মধ্যে ৭ কোটি লোককে দারিদ্র্যমুক্ত করা। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040