শ্রীলংকায় বন্যা ও পাহাড়ি ঢলে ৯১ জন নিহত
  2017-05-27 13:59:25  cri
মে ২৭: শ্রীলংকার দুর্যোগ পরিচালনা কেন্দ্র গতকাল (শুক্রবার) প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে বন্যা ও পাহাড়ি ঢলে ৯১ জন নিহত হয়েছে। দুর্গতদের সংখ্যা ৫ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। দুর্ঘটনায় আরও একশ' মানুষ নিখোঁজ রয়েছে।

গত কয়েকদিন ধরে শ্রীলংকার মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রবল ঝড়-জলোচ্ছ্বাস আঘাত হানে। এতে বন্যা ও পাহাড়ি ঢলের সৃষ্টি হয়।

লংকান আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরো বৃষ্টিপাত হবে। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় হাইওয়ে ও রেলপথ বন্ধ হয়ে গেছে। এদিন লংকান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইতোমধ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা ও প্রতিবেশী দেশগুলোর কাছে সহায়তার জন্য খবর পাঠিয়েছে লংকান সরকার।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040