শাংহাই সহযোগিতা সংস্থা নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সম্মুখীন: ওয়াং ই
  2017-05-27 11:50:40  cri

মে ২৭: বর্তমানে শাংহাই সহযোগিতা সংস্থা উন্নয়নের নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সম্মুখীন বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল (শুক্রবার) মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেছেন তিনি।

ওয়াং ই বলেন, চলতি বছর 'শাংহাই সহযোগিতা সংস্থা সনদ' স্বাক্ষরের ১৫তম বার্ষিকী এবং শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর 'দীর্ঘকালীন সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি' স্বাক্ষরের ১০ম বার্ষিকী। সদস্যদেশগুলোর যৌথ প্রচেষ্টায় এ সংস্থা একটি উন্নত ধারণা ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রভাবশালী নতুন ধরনের আঞ্চলিক সহযোগিতা সংস্থায় পরিণত হয়েছে। এটি আঞ্চলিক শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ওয়াং ই উল্লেখ করেন, আসন্ন আস্তানা শীর্ষসম্মেলনে ভারত ও পাকিস্তানের অন্তর্ভুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। শাংহাই সহযোগিতা সংস্থার দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি ও আয়তনে সবচেয়ে বড় একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা হবে। আমরা আশা করি, ভারত ও পাকিস্তান এ সংস্থায় যোগ দেওয়ার পর কঠোরভাবে 'শাংহাই সহযোগিতা সংস্থার সনদ' ও 'দীর্ঘকালীন সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি' অনুসরণ করবে, পরস্পরের সম্পর্ক উন্নত করবে এবং যৌথভাবে শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়নে নতুন প্রাণশক্তি যোগাবে।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040