জি-৭ শীর্ষসম্মেলনে সন্ত্রাসদমন সংক্রান্ত যুক্ত বিবৃতি প্রকাশিত
  2017-05-27 11:32:15  cri

মে ২৭: ইতালির থাওর্মিনায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষসম্মেলনে উপস্থিত নেতারা গত শুক্রবার প্রকাশিত এক যুক্ত বিবৃতিতে কঠোরভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হানার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ ও চরমপন্থা হলো 'গুরুতর সমস্যা'। জি-৭ সন্ত্রাসী ও তাদের সমর্থকদের প্রতিরোধ, তদন্ত ও অভিযুক্ত করবে, সন্ত্রাসী তত্পরতার বিরুদ্ধে নতুনভাবে আঘাত হানবে।

জি-৭ নেতারা সাইবার সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন। বিদেশি সন্ত্রাসীদের সংঘর্ষ-কবলিত অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ন্ত্রণ ও সন্ত্রাসের আর্থিক উত্স বন্ধ করা হবে বলে জানিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে ইতালির প্রধানমন্ত্রী পাওলো গেনটিলোনি বলেন, এ বিবৃতি হচ্ছে ২২ মে ব্রিটেনের ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার পর ব্রিটেনকে দেওয়া জি-৭ গ্রুপের জোরালো সমর্থন।

দুই দিনব্যাপী জি-৭ শীর্ষসম্মেলন শুক্রবার ইতালির তাওর্মিনা নগরে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, কানাডা ও জাপান এ সাতটি দেশের নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন। নিরাপত্তা ও সন্ত্রাসদমন ছিলো এ সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। (ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040