মিশরে বাসে গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ
  2017-05-27 11:29:06  cri

মে ২৭: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেহিস গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে মিশরের ইমিনয়া প্রদেশের একটি বাসের ওপর গুলিবর্ষণের ঘটনার নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের আইনানুগ শাস্তি দেওয়ার তাগিদ দিয়েছেন।

নিরাপত্তা পরিষদ এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। যে কোনো ধরণের সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বিবৃতিতে এ সন্ত্রাসী হামলার সংগঠক ও মদদদাতাদের আইনানুগ শাস্তি দেওয়ার জোরালো তাগিদ দিয়েছে নিরাপত্তা পরিষদ। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন দেশের সরকারের সঙ্গে ইতিবাচক সহযোগিতা করার তাগিদও দেওয়া হয়েছে বিবৃতিতে।

মহাসচিব গুতেহিস তার বিবৃতিতে, হতাহতদের আত্মীয়স্বজন, মিশর সরকার ও জনগণের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। হামলাকারীদের যথাযথ শাস্তি দেওয়ার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার মিশরের ইমিনয়া প্রদেশের দু'টি বাসে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিবর্ষণে অন্তত ২৬ জন নিহত ও ২৫ জন আহত হয়।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040