বাংলাদেশের একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থীর সাক্ষাত্কার
  2017-05-27 10:58:05  cri


সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশের কলেজ পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী গত ২৪ মে বেইজিংয়ে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর কার্যালয় পরিদর্শন করেন। এই ৪০ জনের মধ্যে ২০ জন ছাত্র ও ২০ জন ছাত্রী। তাদের সঙ্গে ছিলেন দু'জন পুরুষ এবং তিন জন নারী শিক্ষক।

পরিদর্শনকালে তারা সিআরআই বাংলা বিভাগের বাঙালি ও চীনা কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং সাক্ষাত্কার দেন।

আজকের অনুষ্ঠানে আপনারা প্রভাষক মোহাম্মদ ইব্রাহিম ও শিক্ষার্থী ঈয়াশনা চৌধুরী, ঐন্দ্রিলা মজুমদার ও তামজীদ হোসেন তানিমের সাক্ষাত্কার শুনবেন।

প্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কাছে চিঠি লিখবেন। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn।

রেডিও'র মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040