রাশিয়ায় চীন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2017-05-27 09:34:41  cri
মে ২৭: গতকাল (শুক্রবার) রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ওয়াং ই বলেন, সম্প্রতি বেইজিংয়ে 'এক অঞ্চল, এক পথ' শীর্ষফোরামে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন। চলতি বছর দুই নেতার প্রথম বৈঠক এটি। এ বৈঠকে দুই দেশের পরবর্তী সম্পর্ক উন্নয়নে গুরুত্বর্পূণ মতৈক্য হয়েছে। দু'পক্ষের উচিত দু'দেশের শীর্ষনেতাদের সিদ্ধান্ত অনুযায়ী নিজ দেশের কূটনীতিকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা চালানো।

ওয়াং ই জোর দিয়ে বলেন, মস্কোর সঙ্গে পরবর্তীতে উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ব্যবস্থা কার্যকর করতে আগ্রহী বেইজিং। ইউরেশিয়ার অর্থনৈতিক জোটের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ'সংক্রান্ত কাজ জোরদার করার পাশাপাশি দু'দেশের বাস্তব সহযোগিতার মান উন্নত করবে। আসন্ন আস্তানা শীর্ষসম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের কথাও বলেন তিনি।

লাভরভ বলেন, উচ্চ আস্থা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে রাশিয়া ও চীন সম্পর্ককে অব্যাহতভাবে সামনের দিকে এগিয়ে নিতে এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে দুই দেশ। এ বছর দু'দেশের উচ্চ পর্যায়ের বিনিময় হয়েছে। এ বছরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফর নিশ্চিত করতে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে চায় মস্কো।

বৈঠকে দু'পক্ষ কোরীয় উপদ্বীপ, সিরিয়া ও আফগানিস্তানসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040