যুদ্ধ-বিগ্রহ নিয়ন্ত্রণ করে নিরীহ মানুষদের রক্ষার আহ্বান জানালেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি
  2017-05-26 18:02:23  cri
মে ২৬: বিশ্বব্যাপী যুদ্ধ-বিগ্রহ নিয়ন্ত্রণ করে নিরীহ মানুষদের জান-মাল রক্ষায় সম্ভাব্য সবকিছু করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি লিউ চিয়ে ই। তিনি গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে 'যুদ্ধকবলিত অঞ্চলে নিরীহ মানুষ ও চিসিত্সকদের রক্ষা' শীর্ষক এক সম্মেলনে এ আহবান জানান।

তিনি বলেন, বিভিন্ন দেশের উচিত 'মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি'র চেতনার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টির জন্য একযোগে কাজ করে যাওয়া। আর নিরাপত্তা পরিষদের উচিত আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা, বিভিন্ন শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া, এবং রাজনৈতিক পদ্ধতির মাধ্যমে আঞ্চলিক ইস্যুসমূহ মোকাবিলার মাধ্যমে নিরীহ মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি কমাতে আরও সচেষ্ট হওয়া।

লিউ চিয়ে ই আরও বলেন, যুদ্ধকবলিত অঞ্চলে মানবিক ত্রাণতত্পরতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন, ত্রাণদলগুলো 'জাতিসংঘ সনদ'-এর আওতায় দায়িত্ব পালন করবে এবং বিবদমান গ্রুপগুলোর আস্থা অর্জন করে সংঘাতের কুফল এড়াতে সচেষ্ট থাকবে। (জিনিয়া ওয়াং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040