পাকিস্তানে সাহিওয়াল কয়লা বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটে বিদ্যুত উত্পাদন শুরু
  2017-05-26 16:27:02  cri
মে ২৬: পাকিস্তানের সাহিওয়াল কয়লা বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটে গতকাল (বৃহস্পতিবার) থেকে উত্পাদন শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ।

অনুষ্ঠানে শরিফ বলেন, মাত্র ২২ মাসে এই ইউনিট নির্মাণের কাজ শেষ হয়েছে, পাকিস্তানে যা একটি রেকর্ড। কেন্দ্রের সবগুলো ইউনিটে উত্পাদন শুরু হলে পাকিস্তানের বিদ্যুত-ঘাটতি আর থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।

পাকিস্তানে চীনা রাষ্ট্রদূত সুন উয়েই তোং অনুষ্ঠানে বলেন, সাহিওয়াল কয়লা বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটের নির্মাণকাজ চীন-পাকিস্তান সহযোগিতার ফলে সফলভাবে শেষ হয়েছে। তিনি এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, 'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর'-এর আওতায় এ কয়লা বিদ্যুতকেন্দ্রটি নির্মিত হচ্ছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040