পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের নির্মাণকাজ ও পরিচালনা নিরাপদ হতে হবে: চীনের প্রধানমন্ত্রী
  2017-05-26 15:25:21  cri
মে ২৬: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের নির্মাণ ও এর পরিচালনার কাজ নিরাপদ হতে হবে। তিনি আজ (শুক্রবার) বেইজিংয়ে চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মাণাধীন তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুতকেন্দ্র 'হুয়ালং-১'-এর নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেন।

তিনি এ সময় নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সময়মতো কেন্দ্রটির নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী এ সময় পারমাণবিক বিদ্যুত খাতে গবেষণা ও এ খাতের মান উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ফুচিয়ান প্রদেশের ফুছিং'য়ে 'হুয়ালং-১' পারমাণবিক বিদ্যুতকেন্দ্রটি নির্মিত হচ্ছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040