বালুচিস্তানে অপহৃত চীনা দম্পতিকে উদ্ধারে পাকিস্তানের সাথে কাজ করবে চীন
  2017-05-25 19:42:26  cri
মে ২৫: বালুচিস্তানে অপহৃত চীনা দম্পতিকে উদ্ধারে পাক সরকারের সাথে যৌথভাবে কাজ করবে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। গতকাল (বুধবার) এই চীনা শিক্ষক দম্পতিকে অপহরণ করা হয়।

মুখপাত্র বলেন, বিদেশে চীনা নাগরিকদের নিরাপত্তার ওপর চীনা সরকার বরাবরই উচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়ে থাকে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দাও জানায় বেইজিং।

লু খাং আরও বলেন, ঘটনার পর পরই চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ, পাকিস্তানে চীনা দূতাবাস, এবং করাচিতে চীনের কনস্যুলেট জেনারেল অপহৃতদের উদ্ধারে তত্পরতা শুরু করে। পাকিস্তানে চীনা নাগরিক ও সংস্থাগুলোর নিরাপত্তায় বেইজিং ইসলামাবাদের সাথে যৌথভাবে কাজ করে যাবে বলেও মুখপাত্র উল্লেখ করেন। (জিনিয়া ওয়াং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040